ডেস্ক রিপোর্ট – পৌরসভা নির্বাচন ২০২১ চতুর্থ ধাপের তফসিল ঘোষণার পর। নরসিংদী পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রাপ্ত হন। নরসিংদী শহর যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল হোসেন সরকার। পরবর্তীতে দলের হাইকমান্ডের সিদ্ধান্তে আশরাফুল হোসেন সরকার কে বাদ দিয়ে বর্তমান শহর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন বাচ্চুকে দলীয় মনোনয়ন প্রদান করেন।নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে নিয়ম মোতাবেক যথাযথভাবে জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র জমা দেন। তফসিল অনুযায়ী ২৬ শে জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশকে সম্মান দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন আশরাফুল হোসেন সরকার। এ লক্ষ্যে আজ সন্ধ্যার পর তাহার নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন মনোনয়ন হারা আশরাফুল হোসেন সরকার। নরসিংদীতে ৭০ বছরের আওয়ামী লীগের রাজনীতি মূর্তিমান পরিবারের সন্তান বলে নিজেকে তুলে ধরেন। বর্তমানেও নৌকার পক্ষে আছেন এবং আজীবন থাকবেন বলে সংবাদ সম্মেলনে ঘোষণা করেন।
স্বতন্ত্র মেয়র প্রার্থিতা প্রত্যাহার করলেন নরসিংদী শহর যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল হোসেন সরকার
