
স্টাফ রিপোর্ট,
নরসিংদীতে সামাজিক দূরত্ব বজায় রাখার নিশ্চিতকরণ লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন স্থানীয় জেলা প্রশাসন ও সেনা বাহিনীর সদস্যরা।বুধবার দিন ব্যাপি নরসিংদীর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়ার নেতৃত্বে

ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর মোড়, শাপলা চত্বর,আল্লাহু চত্বর,বটতলা,আরশীনগর ও দাসপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আইন ভঙ্গ করে অহেতুক ঘুরাঘুরি করায় আলাদাভাবে ১৮ টি মামলায় ১২৫০০ টাকা নগদ অর্থদন্ড করা হয়। এ ব্যাপারে নরসিংদীর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া জানান। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন স্যারের নির্দেশনামতে লকডাউন নিশ্চিতকরণ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যা প্রতিদিনিই অব্যাহত আছে ও থাকবে।